Monday, December 24, 2012

সার্চ থেকে আয় করুন Scour এর মাধ্যমে


সার্চ থেকে আয় করুন Scour এর মাধ্যমে

প্রতিদিনকার অনলাইন জীবনযাত্রায় সার্চ ইঞ্জিন পালন করে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা। কোন কিছু খুঁজতে হলে সার্চ ইঞ্জিনের কোন বিকল্প নেই। আর অনলাইন দুনিয়ায় খোঁজাখুঁজি আপনাকে করতেই হবে। কোটি কোটি ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় তথ্য বা সাইটটিকে খুঁজে পেতে হলে আপনার যেখানে সারাজীবনের সময় নিয়েও সম্ভব নয়, সেখানে গুগল ইয়াহু' মত সার্চ ইঞ্জিন আপনার কাজ করে দেবে এক সেকেন্ডেরও কম সময়ে

যাই হোক, সার্চ ইঞ্জিনের সুফল গুরুত্বপূর্ণ অবদান নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নেই বোধহয়। তাই মূল বিষয়ে যাচ্ছি। আজকাল অনলাইন থেকে আয়ের বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন থেকে আয়ের একমাত্র উপায় অ্যাডসেন্সের একচেটিয়া ব্যবসার পর ইদানীং হঠাৎ করেই অনলাইন আয়ের নতুন নতুন উৎস জন্ম নিচ্ছে। যার সুফল পাচ্ছেন আপনি!
তবে প্রায় প্রতিটি অনলাইন আয়ের জন্যই আপনাকে দিতে হয় ধৈর্যের চরমতম পরীক্ষা। অনেক সময় আর শ্রম ব্যয় করে আপনাকে আয় করতে হবে অনলাইন থেকে। যেমন অ্যাডসেন্স ব্যবহার করলে আপনার সাইটকে প্রতিনিয়ত আপডেট তো অবশ্যই করতে হবে। প্লাস অ্যাডসেন্স নিয়ে আপনার অনেক খাটাখাটুনিও আছে যা অ্যাডসেন্স প্রকাশকরা জানেনই। এছাড়াও পান থেকে চুন খসলেই আপনার একাউন্ট বাতিল। অবশ্য সম্প্রতি গুগল অ্যাডসেন্সের নীতিমালা শিথিল করেছে। একাউন্ট সাময়িকভাবে স্থগিত করে দেয় যা আগে করত না
ফিরে আসি মূল বিষয়ে। কেউ যদি আপনাকে বলে, সার্চ ইঞ্জিনের প্রতিটি সার্চের বিনিময়ে আপনাকে টাকা দেয়া হবে, তাহলে হয়তো আপনি তাকে বোকা বা অতিকল্পনাকারী বলে আখ্যায়িত করতেন। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। Scour এসেছে আপনাকে প্রতিটি সার্চের বিনিময়ে টাকা দেবার নতুন প্রত্যয় নিয়ে। এখন আপনি আয় করতে পারেন Scour এর মাধ্যমে, আরো সহজে, আরো নিমিষে, ধৈর্যশক্তির পরীক্ষা না দিয়েই। যদিও Scour আপনার আয় খুবই অল্প হয়, কিন্তু আয় তো আয়ই। যেহেতু কষ্ট কম, সেহেতু কেষ্টও কম হবে, এটা তো জানা কথাই

Scour

Scour এসেছে মূলত তিনটি সার্চ ইঞ্জিনের একটি সমন্বিত সংস্করণরূপে। আপনি একটি সার্চ ইঞ্জিনবক্সে আপনার সার্চের বিষয়টি লিখে এন্টার করলে Scour একসাথে গুগল, ইয়াহু এমএসএন সার্চ করে এই তিন কোম্পানীর সার্চ ফেরৎ ফলাফল আপনার সামনে এক পেজে প্রদর্শন করবে। এখানে আপনার জন্য রয়েছে ভোট মন্তব্য দেবার ব্যবস্থা। উল্লেখ্য, সার্চ করার পাশাপাশি প্রতিটি সার্চ রেজাল্টে আপনি মন্তব্য করলেও পয়েন্ট পাবেন, ভোট করলেও পয়েন্ট পাবেন। তবে Scour মন্তব্য করার উপর পয়েন্ট বেশি দেয়

Scour কেন?

Scour এসেছে মূলত একটি লক্ষ্য নিয়ে। সার্চ ইঞ্জিন যেহেতু স্বয়ংক্রিয়ভাবে ফলাফল অন্বেষণ করে তা প্রদর্শন করে, সেহেতু এতে আপনার সার্চ টার্ম এর সাথে রেলিভেন্সি নাও থাকতে পারে। Scour চাচ্ছে এইসব ফলাফলগুলোকে কে কতটা রেলিভেন্ট, তা নির্ণয় করতে; যেখানে সাহায্য করবেন আপনি। প্রতিটি সার্চ রেজাল্টের প্রতিটি লিংকে আপনি দু'টি পোলিং অপশন আপ(ভাল) বা ডাউন(খারাপ) এর যেকোন একটিতে কাষ্ট করতে পারেন। আর যদি সময় থাকে, তাহলে সংশ্লিষ্ট ফলাফলটির উপর একটি মন্তব্যও জুড়ে দিতে পারেন; যার বিনিময়ে Scour আপনাকে দেবে ম্যাক্সিমাম বেনিফিট

Scour Money

এবারে আসুন জেনে নেয়া যাক Scour টাকা পয়সা দেয় কীভাবে। প্রধানত আপনার প্রতিটি সার্চ, ভোট মন্তব্যের বিপরীতে Scour আপনাকে Scour পয়েন্ট দিবে। Scour এর ওয়েবসাইট অনুসারে, প্রতিটি সার্চের বিনিময়ে আপনি পাবেন একটি পয়েন্ট, ভোটের বিনিময়ে দু'টি, মন্তব্যে বিনিময়ে তিনটি পয়েন্ট। আপনার মোট পয়েন্ট যখন ,৫০০ হবে, তখন আপনি এই পয়েন্টগুলোর বিপরীতে $২৫ এর ভিসা গিফট কার্ড পাবেন যাকে আপনি ক্যাশ করতে পারেন। এছাড়াও Scour এর রয়েছে রেফারাল প্রোগ্রাম। আপনি আপনার বন্ধু বা আত্নীয়-স্বজনকে আপনার রেফারাল লিংক পাঠিয়ে দিন। যারা যারা আপনার লিংক ব্যবহার করে সাইন আপ করবে, তাদের প্রত্যেকের উপার্জনের ২৫ শতাংশ Scour আপনাকে দেবে‍! তাই আপনার নিজের ব্যবহারই নয় শুধু, আপনি যত বেশি বন্ধুবান্ধবকে আপনার রেফারাল লিংক থেকে রেজিষ্ট্রেশন করাতে পারবেন, আপনার ততই লাভ।
ধরুণ, আপনার লিংক ব্যবহার করে রেজিষ্ট্রেশনকারী ২৫জন দৈনিক ২বার Scour শুধু সার্চ করছে। তাহলে বছরে আপনার আয় দাঁড়াচ্ছে কত জানেন? $84.68/year!!! বিশ্বাস না হলে হিসাব কষুন!
সুতরাং আর দেরি না করে আসুন রেজিষ্ট্রেশন করে নিই। 

Scour পয়েন্ট ভ্যালু

25,000 = $100
12,500 = $50
6,500 = $25
Scour মূলত একটি প্রকল্প যা Most Relevent Result প্রদর্শন করানোর উদ্যোগ নিয়েছে। Scour আপনাকে রাতারাতি rich করে দেয়ার উদ্দেশ্য গ্রহণ করেনি, তারা তাদেরকে সাহায্য করার জন্য আপনাকে কিছু টাকা দেয়। কারণ আপনিই তাদের মূল কাজটি করে দিচ্ছেন, সার্চ ফলাফলকে রেটিং করছেন
আর হ্যাঁ, অনুরোধ করছি, Scour রেজিষ্ট্রেশন করতে এই লিংক ব্যবহার করুন-        

 Visit and registration http://scour.com/invite/mdarifularulia
 Visit and registration http://scour.com/invite/manatpa       
                                           

Tuesday, December 11, 2012

মাইক্রোওয়ার্কারস থেকে আয়

ডাটা এন্ট্রি কাজ যারা করেন তারা ভালভাবেই জানেন যে একটি ডাটা এন্ট্রি কাজ পাওয়া কতটা কঠিন। কম্পিউটারের সাধারণ ব্যবহার জানলেই ধরনের কাজ করা যায়। এজন্য প্রায় প্রতিটি মার্কেটপ্লেসে এক একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করতে শত শত আবেদন পড়ে। এদের মধ্য থেকে সুনির্দিষ্ট একজনকে বেছে নিতে ক্লায়েন্টদেরকে স্বীদ্ধান্তহীনতায় ভুগতে হয়। প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন ফ্রিল্যান্সাররা কিছুদিন বিড করার পর কাজ না পেয়ে শেষে ফ্রিল্যান্সিং করার আগ্রহই হারিয়ে ফেলেন। আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব তাতে কাজ করার জন্য কোন বিড বা আবেদন করতে হয় না। অর্থাইচ্ছে করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করে দেয়া যায়। আর কাজগুলোও অত্যন্ত সহজ। সাইটটি হচ্ছে মাইক্রোওয়ার্কারস (www.microworkers.com)

প্রথম দর্শনেই সাইটটিকে সহজবোধ্য মনে হবে। মাইক্রোওয়ার্কারস সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে থেকে ৩০ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য .১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ .৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করা যায়। মোট আয় ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায়


কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

এই সাইটে কাজ করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে ঝামেলাপূর্ণভাবে কাজ করতে পারবেন -
  • কোন অবস্থাতেই একাধিক একাউন্ট তৈরি করার উচিনয়। একজন ব্যবহারকারী একাধিক একাউন্ট তৈরি করলে তার সবগুলো একাউন্ট বন্ধ করে দেয়া হয়
  • একটি নির্দিষ্ট কাজ একবারের বেশি কখনও করতে পারবেন না। তবে একই ধরনের অন্য কাজ করতে কোন বাধা নেই
কাজ না বুঝে কখনও কাজ জমা দিবেন না। প্রতিটি কাজের শেষে ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ হলে "Satisfied" দিবে, অথবা অপছন্দ হলে "Not Satisfied" রেটিং দিবে। এই দুই ধরনের রেটিং এর তুলনাকে "Success Rate" বলা হয়। গত ৩০ দিনে আপনি যদি টি কাজ সম্পন্ন করেন এবং সেক্ষেত্রে আপনার "Success Rate" যদি ৭৫% এর নিচে হয়

  • তাহলে পরবর্তী থেকে ৩০ দিন আপনি আর কোন কাজ করতে পারবেন না। তাই শতভাগ নিশ্চিত হয়ে কোন কাজ করা উচিএবং কাজ শেষে ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী প্রমাণ উপস্থাপন করা আবশ্যক
  • কখনও যদি "Success Rate" ৭৫% এর কম হয়ে যায়, তাহলে হতাশ না হয়ে দুই-একদিন অপেক্ষা করে আবার কাজ করা যায় কিনা চেষ্টা করে দেখুন
  • নতুন ব্যবহারকারীরা প্রথম প্রথম একদিনে সর্বোচ্চ টি কাজ করতে পারবেন। এরপর ক্লায়েন্টের রেটিং এর জন্য অপেক্ষা করতে হবে। ১০ টি কাজ করার পর এই সীমাটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে
  • কখনও যদি মনে করেন আপনি যথাযথভাবে কাজ করেছেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে "Not Satisfied" রেটিং দিয়েছে তাহলে "Submit a Complain" লিংকের মাধ্যমে আপনার অভিযোগ সাইটের কর্তৃপক্ষকে জানাতে পারবেন
  • কাজের প্রমাণ হিসেবে কখনও ভূয়া তথ্য প্রদান করবেন না, ধরনের কাজ তিনবার করলে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে
  • যে সকল কাজে IP এড্রেস দিতে হয় সেসব কাজ না করাই ভাল। কারণ আমাদের দেশের ইন্টারনেট প্রোভাইডাররা গ্রাহকদেরকে শেয়ারকৃত IP এড্রেস দিয়ে থাকে। ফলে আপনার মত একই ধরনের ইন্টারনেট সংযোগ আছে এরকম কেউ সেই কাজটি পূর্বে করে থাকলে ক্লায়েন্ট আপনার কাজ গ্রহণ করবে না। আমাদের দেশে বিশষত গ্রামীণফোন বা সিটিসেলের ইন্টারনেট ব্যবহাকারী বেশি হওয়ায় এই সমস্যাটা তাদের ক্ষেত্রে বেশি হবে

অর্থ উত্তোলন:

  • শুধুমাত্র "Satisfied" রেটিং পেলেই সেই কাজের টাকা আপনার একাউন্টের ব্যালেন্সের সাথে যুক্ত হবে
  • চারটি পেমেন্ট পদ্ধতির যে কোনটিতে টাকা তুলতে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। চেকের ক্ষেত্রে .৫০ ডলার, পেপালের ক্ষেত্রে %, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে .% ফি দিতে হয়
  • একাউন্টের ব্যালেন্স ডলারের উপর হলেই কেবলমাত্র টাকা তুলতে পারবেন। সাথে ফি দেবার জন্য পর্যাপ্ত অর্থ একাউন্টে থাকতে হবে
  • প্রথম Withdraw করার আবেদনের সময় আপনার বাসার ঠিকানায় চিঠির মাধ্যমে একটি PIN নাম্বার পাঠানো হবে। এই নাম্বারটি পরবর্তীতে সাইটে প্রবেশ করাতে হবে। কেউ একাধিক একাউন্ট তৈরি করেছে কিনা তা যাচাই করতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। PIN নাম্বারের চিঠিটি আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে
  • ঠিকানা যাচাই করার পর পরবর্তী Withdraw আবেদনের ৩০ দিনের মধ্যে আপনাকে মূল্য পরিশোধ করা হবে।

আমাদের দেশের অনেক ফ্রিল্যান্সাররা ইতিমধ্যে এই সাইটে কাজ করছেন এবং তারা সাইট থেকে নিয়মিত টাকা পাচ্ছেন। তবে একটা বাস্তব সত্য হচ্ছে এই সাইট থেকে খুব বেশি পরিমাণে আয় করা যায় না। যারা পড়ালেখা বা অন্য কাজের পাশাপাশি ইন্টারনেট থেকে বাড়তি আয় করতে চান তাদের জন্য এই সাইট অবশ্যই আয়ের একটি ভাল উপায় হতে পারে। এই সাইটের জনপ্রিয়তা এত বেশি যে, ইদানিংকালে এই সাইটকে অনুকরণ করে আরো অনেক ওয়েবসাইট চালু হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে www.minuteworkers.com, www.rapidworkers.com, www.minijobz.com ইত্যাদি। তবে সেই সাইটগুলো থেকে মাইক্রোওয়ার্কারসের মত আসলেই টাকা পাওয়া যায় কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।

কাজের প্রকারভেদ:

এবার দেখা যাক সাইটে কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর মূল্য সাধারণত কত হয় -
  • Click and Search ($0.10 - $0.15): ক্ষেত্রে ক্লায়েন্ট একটি সাইটের লিংক দিবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সব শেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধিক বিজ্ঞাপনে ক্লিক করতে হবে
  • Bookmark a page ($0.10 - $0.20): ক্লায়েন্টের কোন একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবে। ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে digg.com, delicious.com বা mixx.com, যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দিবে। বুকমার্ক করার পূর্বে ওই সাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে
  • Signup ($0.10 - $0.20): এক্ষেত্রে নির্দিষ্ট কোন সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। ধরনের কাজ করার জন্য নিজের ব্যক্তিগত ইমেইল ঠিকানা দেয়া ঠিক হবে না। এজন্য পৃথক একটি ইমেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিষ্ট্রেশন করা উচি অন্যথায় স্পাম ইমেইলের কারণে আপনার দরকারী ইমেইল খোঁজে পাবেন না
  • Comment on other blog ($0.10 - $0.15): এই কাজে ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে এক বা একাধিক মন্তব্য দিতে হবে। মন্তব্যগুলো সাধারণত দুই-এক লাইনের হবে এবং ওই ওযেবসাইটের বিষয়বস্তুর সাথে স্বামঞ্জস্যপূর্ণ হতে হবে
  • Forums ($0.10 - $0.15): ধরনের কাজের জন্য কোন একটি ফোরামে রেজিষ্ট্রেশন করতে হবে এবং Signature হিসেবে ক্লায়েন্টের কোন ওয়েবসাইটের লিংক দিতে হবে। এরপর ওই ফোরামের এক বা একাধিক পাতায় স্বামঞ্জস্যপূর্ণ মন্তব্য পোস্ট করতে হবে।
  • Facebook ($0.15 - $0.20): ধরনের কাজের মধ্যে রয়েছে ক্লায়েন্টকে ফেসবুকে বন্ধু হিসেবে গ্রহণ করা বা ক্লায়েন্টের Fan হওয়া অথবা কোন নির্দিষ্ট বিষয়ে আপনার Wall পোস্ট করা
  • Twitter ($0.15 - $0.20): এক্ষেত্রে twitter.com একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের একাউন্টকে Follow করতে হবে অথবা নিদিষ্ট কোন বিষয়ে পোস্ট করতে হবে
  • Write an article ($0.50 - $1.75): মাইক্রোওয়ার্কারসে প্রাপ্ত কাজগুলোর মধ্যে এই ধরনের কাজ অর্থাকোন বিষয়ে ইংরেজীতে আর্টিকেল লিখে সবচেয়ে বেশি আয় করা যায়। লেখাগুলো ৫০ শব্দ থেকে শুরু করে ৫০০ শব্দের মধ্যে হয়ে থাকে। ধরনের কাজে এক দিকে যেমন ভাষাগত জ্ঞান বৃদ্ধি পায় তেমনি নতুন নতুন বিষয় সম্পর্কে জানা যায়। তবে যাদের ইংরেজীতে লেখায় দক্ষতা আছে তারাই কেবল ধরনের কাজ করতে পারে। লেখায় তথ্য সংযোগের জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে অন্যান্য ওয়েবসাইটের সহায়তা নেয়া যাবে, তবে আপনার লেখাটা অবশ্যই মৌলিক হতে হবে। লেখা মৌলিক হল কিনা তা www.copyscape.com ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করা যাবে।
  • Blog/Website Owners ($0.25 - $0.80): অনেক সময় শুধু লিখলেই হবে না, লেখাটা আপনার জনপ্রিয় কোন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এজন্য এধরনের কাজের নামের সাথে PR2+ PR3+, PR4+ ইত্যাদি লেখা দেখতে পাবেন। PR শব্দের মানে হচ্ছে Page Rank, আর PR2+ শব্দের মানে হচ্ছে যেসকল ওয়েবসাইটের পেইজ রেংক বা তার অধিক। এটি গুগলের একটি মানদন্ড যা কোন ওয়েবসাইট কতটুকু জনপ্রিয় তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটের পেইজ রেংক কত তা www.prchecker.info ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। ধরনের কাজ শুরু করার পূর্বে www.blogger.com ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবেই পেইজ রেংক শুণ্য থাকবে। কিন্তু আপনি যদি নিয়মিতভাবে ওয়েবসাইটটিতে বিভিন্ন বিষয়ে ইংরেজিতে আর্টিকেল লিখেন তাহলে কয়েক মাস পর পেইজ রেংক বাড়তে থাকবে। লেখার পাশাপাশি ভাল রেংকের কয়েকটি ওয়েবসাইটের সাথে লিংক বিনিময় করতে পারলে পেইজ রেংক আরো তাড়াতাড়ি বাড়তে থাকবে
  • Download and/or Install ($0.25 - 0.35): এই কাজে কোন সফটওয়্যার শুধুমাত্র ডাউনলোড এবং কোন কোন সময় ইন্সটলও করতে হয়
  • Post an Ad on Craigslist ($0.25 - $0.75): www.craigslist.org হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট। এই ধরনের কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রদত্ত কোন পণ্যের বিজ্ঞাপণ craigslist.org সাইটে প্রকাশ করতে হয়। এজন্য পূর্বেই সাইটটিতে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে

মাইক্রোওয়ার্কারস - ছোট এবং সহজ ডাটা এন্ট্রি কাজ

ডাটা এন্ট্রির কাজ কোথায় পাওয়া যায় তা জানতে অনেকেই আমাকে ইমেইল করেন। আমি ডাটা এন্ট্রি কাজ করতে কাউকে সাহ দেই না। কারণ এই কাজগুলো পাওয়া খুব কঠিন হয়ে থাকে। তাছাড়া কাজগুলো একঘেয়ে হয় এবং এর মাধ্যমে খুব বেশি আয় করা যায় না। আমি তাই সবাইকে গ্রাফিক্স ডিজাইন শেখার পরামর্শ দেই। তবে এটা সত্য যে গ্রাফিক্সের কাজগুলো সহজ নয়। এর জন্য অনেক দক্ষতা এবং চর্চার প্রয়োজন রয়েছে, যা সবার পক্ষে সম্ভব নয়। ফলে আমাদের দেশে ফ্রিল্যান্সারদের মধ্যে ডাটা এন্ট্রির কাজগুলো করার প্রবণতা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে আমি সবাইকে গেট--ফ্রিল্যান্সার থেকে কাজ করার পরামর্শ দেই। কিন্তু এখানেও মূল সেই সমস্যাটি থেকেই যাচ্ছে, কাজ পাওয়া খুব কঠিন। প্রথম কাজ পেতে আপনাকে কয়েক সপ্তাহ, এমনকি এক মাসও অপেক্ষা করতে হতে পারে।

আজকে আপনাদেরকে যে সাইটের সাথে পরিচয় করিয়ে দিব তা থেকে কাজ পেতে কোন অপেক্ষা করতে হবে না। এই মূহুর্ত থেকেই কাজে লেগে যেতে পারবেন। সাইটটি হচ্ছে - www.microworkers.com প্রথম দর্শনে সাইটটিকে আমার খুবই চমকার এবং সহজ মনে হয়েছে। মনে হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সাররা এই সাইটকে স্বাদরে গ্রহণ করবে।


মূল বেশিষ্ট্যগুলো হচ্ছে -
  • এখানে কাজ করার জন্য কোন বিড করতে হয় না
  • কাজগুলো খুবই ছোট হয়ে থাকে, প্রতিটি কাজ সম্পন্ন করতে সাধারণত মিনিট থেকে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগবে
  • কাজটি আপনি সত্যি সম্পন্ন করেছেন কিনা তার একটি প্রমাণ দিতে হয়। এজন্য কাজের বর্ণনার নিচে "I accept this job" লিংকে ক্লিক করলে একটি টেক্সটবক্স দেখাবে। কিভাবে প্রমাণ দিবেন তার বর্ণনা কাজের বর্ণনার সাথেই পাবেন
  • কাজগুলো যেহেতু ছোট তাই অর্থের পরিমাণও সামান্য, প্রতিটি কাজ .১০ ডলার থেকে শুরু করে .৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে
  • প্রায় প্রতি ঘন্টায় নতুন নতুন কাজ আসে
  • একটি কাজ একবারই করতে পারবেন
  • মোট আয় ডলার হলে অর্থ উত্তোলন করতে পারবেন
  • চারটি পদ্ধতিতে অর্থ উত্তোলন করা যায় - চেক, মানিবুকারস, পেপাল এবং অল্টারপে
  • প্রথমবার অর্থ উত্তোলন করতে গেলে আপনার ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে, যাতে একটি Pin নাম্বার দেয়া থাকবে। এই পদ্ধতিতে আপনার ঠিকানা যাচাই এবং একজন ব্যবহারকারী যাতে দুটি একাউন্ট করতে না পারে তা নিশ্চিত করা হয়

কাজের প্রকারভেদ:
সাইটে যে ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর সর্বনিম্ন মূল্য নিচে দেয়া হল -
  • Visit my site + Comment $0.10: কাজের বর্ণনায় উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে একটি নির্দিষ্ট শব্দের মন্তব্য দিতে হবে
  • Follow my Twitter $0.10: বর্ণনায় উল্লেখিত একটি Twitter একাউন্ট কে Follow করা, এজন্য twitter.com আপনার একটি একাউন্ট থাকতে হবে
  • Simple sign up (2 fields) $0.10: বর্ণনায় উল্লেখিত সাইটে রেজিষ্ট্রেশন করা, যাতে মাত্র দুটি তথ্য দিতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় একটি ইমেইল ঠিকানা দিতে হয়। আমার পরামর্শ হল এই ধরনের কাজের জন্য ভিন্ন একটি একাউন্ট তৈরি করে সেটি দেয়ে রেজিষ্ট্রেশন করুন। অন্যথায় স্পাম ইমেইলের কারণে আপনার দরকারী ইমেইল খোঁজে পাবেন না
  • Complex Sign up $0.15: উল্লেখিত সাইটে রেজিষ্ট্রেশন করা, যাতে বেশি তথ্য দিতে হবে
  • Digg my page $0.10: কোন একটি সাইটের পৃষ্ঠার জন্য Digg করা। এজন্য আপনার Digg.com একাউন্ট থাকতে হবে
  • Text link to a website $0.20: ক্লায়েন্টের সাইটের URL আপনার কোন সাইট বা ব্লগের সাথে লিংক দেয়া, অথবা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অন্য কোন ফোরামে পোস্ট করা
  • Review of my site + Link $0.30: ক্লায়েন্টে সাইট নিয়ে আপনার ব্লগে ইংরেজিতে একটি পোস্ট এবং তার লিংক দেয়া
  • Download and Install $0.50 : কোন সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করা

সাইটটি সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে দেখেছি। বেশিরভাগই এটিকে ভাল বলেছে। বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে দেখলাম এই সাইটের ক্লোন করে আরো সাইট তৈরি হচ্ছে। ফলে আমার বিশ্বাস এই সাইট থেকে সত্যি সত্যি টাকা উপার্জন করা সম্ভব। সাইটটি পরীক্ষা করতে গিয়ে আমি দুটি কাজ করেছি। আমার ইচ্ছে আছে অন্তত ডলার আয় করে দেখা আসলেই তারা টাকা দেয় কিনা। যদিও এটি করতে গিয়ে আমার যথেষ্ঠ সময় কিছুটা ব্যয় হবে, যেখানে আমি প্রোগ্রামিং করে এর চেয়ে অনেক অনেক বেশি আয় করি। তারপরও এই সাইট থেকে টাকা পেলে যারা ডাটা এন্ট্রি কাজ করতে চান তাদেরকে একটা সহজ রাস্তা বলে দিতে পারব।

আপনারা সাইটটি চেষ্টা করে দেখতে পারেন। কাজ করতে গিয়ে সমস্যা হলে এই লেখায় মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে আর কেউ টাকা উত্তোলন করতে পারলে অবশ্যই জানাবেন।