Wednesday, January 8, 2014

AdSense এর বিকল্প খুজছেন? তাহলে এই পোস্ট আপনার জন্য


যারা অনলাইনে কাজ করেন বা যাদের ফ্রী বা কেনা ওয়েব সাইট রয়েছে তাদের কাছে অ্যাডসেন্স কত গুরুত্বপুন। কিন্তু বিশেষ করে গুগলের অ্যাডসেন্স পাওয়া কত কঠিন কাজ। এজন্য আমি আপনাদেরকে আজ বাংলাদেশী অনলাইন অ্যাড মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দিব।এই সাইটে রেজিস্ট্রেশন করে আপনার সাইটটি আপ্প্রভ হলে আপনাকে অ্যাড কোড দেওয়া হবে। এই কোড গেজেটের মাধ্যমে সাইটে দেওয়া হাবে।তিনটি ধাপে কাজ শেষ করা যায়- Step 01: Submit Your Site >> Step 02: Get Code >> Step 03: Place Code on your site. অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমেও আয় করতে পারবেন সাইটটিতে গেলেই সব বুঝতে পারবেন। সাইটটির লিঙ্ক  হল Amaderad

অনলাইনে টাকা আয় ও তা উত্তলন

বাংলাদেশে বর্তমানে অনেক ফ্রীলেন্সার রয়েছেন যারা দক্ষতার সহিত বিভিন্ন প্লাটফর্মে কাজ করে মুল্যবান অর্থ উপার্জন করছেন। আর বর্তমানে পেপাল বাংলাদেশে সাপোট না করায় কাজ করার পর অর্থ তুলতে সমস্যায় পরতে হচ্ছে আর এ সমস্যা সমাধানের জন্য বাংলাদেশে সাম্প্রতিক payza.com তাদের শাখা খুলেছে। তাই এখুন কোন সমস্যায় আর বেগ পেতে হবেনা। payza পূর্বের নাম নাম ছিল Alert pay. ।






 

কি ভাবে একাউন্ট তৈরি করবেন?
PAYZA সাইটে তিন ধরনের একাউন্ট তৈরির করার সুযোগ তারা দিয়ে থাকে যথাঃ-

১.Personal Starter
২.Personal Pro-
৩.Busines
আপনি কোন ধরনের একাউন্ট বেছে নিবেন?


আপনি যদি রেফারেল লিঙ্ক দারা আয় করতে চান তাহলে Personal pro or Business account বেছে নিতে হবে।
রেফারেল এর সর্ত হচ্ছেঃ
Personal pro or Business account হতে হবে।
রেফারালকৃত একাউন্ট থেকে অন্তত $ 250 (পাঠানোর এবং / অথবা প্রাপ্তির) লেনদেন হতে হবে।
রেফারেল ১০ টি একাউন্ট হলে ১০$ পাওয়া যাবে।

একটি আইপি থেকে একটি একাউন্ট করা যাবে।
তাহলে আর দেরি না করে এখুনিই একটি একাউন্ট খুলে ফেলি এই লিঙ্ক থেকে>> Get your FREE account with Payza